nation

ন্যাশনালিজম: মুক্তির স্বপ্ন না ধ্বংসের বীজ?

ন্যাশনালিজম: মুক্তির স্বপ্ন না ধ্বংসের বীজ?

পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যত যুদ্ধ, দাঙ্গা,  হয়েছে, যত মানুষ প্রান দিয়েছে, তা সবটার পিছনে সবচেয়ে বড় বিষয় ছিল জাতীয়তাবাদ।  ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদের জন্য সংগ্রাম করেছিল, সেই একই অর্থবোধক মতবাদ ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পেছনে ব্যবহৃত হয়েছে। একদিকে রয়েছে মহাত্মা গান্ধীর অহিংস স্বাধীনতা আন্দোলন, অন্যদিকে হিটলারের হলোকাস্ট।…